আশরাফুল ইসলাম তুষার:কিশোরগঞ্জ মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ৫২’র ভাষা সৈনিক,৭১’র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শহীদ, তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি মহিউদ্দিন আহমেদ’র ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১০নভেম্বর) সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।শহীদ স্বজনদের পরিবারের আয়োজনে ও কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সহায়তায় আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো:শওকত উদ্দিন ভূইয়া সাবেক উপজেলা,আনসার ও ভিডিপি কর্মকর্তা,কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো:আসাদুল্লাহ,সাবেক কমান্ডার,কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।সভায় ৫২’র ভাষা সৈনিক,৭১’র মুক্তিযুদ্ধের সংগঠক ও শহীদ এবি মহিউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করা হয়।এবং আলোচনা সভায় বক্তারা প্রশ্ন রেখে বলেন, শহীদ এবি মহিউদ্দিন আহমেদের হত্যাকারী আলবদর কমান্ডার, সাবেক ছাত্রসংঘের হাই কমান্ড নেতা অ্যাড. জহিরুল হক বাংলাদেশ স্বাধীন হবার ৪৮ বছর পরও পাক মুকুট নিয়ে স্বাধীন বাংলার আাদালতের আইনজীবী ও আইন ছাত্রদের শিক্ষক হিসেবে কিশোরগঞ্জে পরিচিত।যে আদালত দোষী মানুষের জন্য তৈরি, সেই আদালত যদি চলে দোষী মানুষদের নিয়ে তাহলে কিভাবে বলবো যে এদেশ প্রকৃতভাবে স্বাধীন হয়েছে।বক্তারা অতি দ্রুত শহীদ এবি মহিউদ্দিন আহমেদের হত্যাকারী আলবদর কমান্ডার এড.জহিরুল হককে দ্রুত আইনের আওতায় এনে বিচারকার্য সম্পাদন করার জোর দাবী জানান।এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড.নিজাম উদ্দিন,৭১ এ রাজাকার, আলবদর দের ভয়ে পালিয়ে বেড়ানো সুবর্ণ মজুমদার,নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ কিশোরগঞ্জ এর সভাপতি শেখ সেলিম কবির ,এবি মহিউদ্দিন আহমেদ এর প্রহন্ম মো:সোহেল মিয়া,এম এ হানিফ তালুকদার প্রমুখ।