“সড়ক পরিবহন আইন-২০১৮”
১ নভেম্বর ২০১৯ হতে কার্যকর
“আইন মেনে চালাই গাড়ী নিরাপদে ফিরি বাড়ী”
কিশোরগঞ্জ জেলা পলিশের আয়োজনে হাসপাতাল রোড বটতলায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সংক্রান্ত এক পথ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ট্রাফিক ইন্সপেক্টর শেখ এম এ করিম (প্রসাশন)।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় সকল প্রকার মটরযান মালিক চালকদের অবগত করার লক্ষে এ প্রচার প্রচারনা কর্মশালার আয়োজন করা হয়।
জনসচেতনতামূলক কর্মশালায় ট্রাফিক ইন্সপেক্টর শেখ এম এ করিম সড়ক পরিবহন আইন-২০১৮ এর অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধান সম্পর্কে বক্তব্য দেন এবং লিফলেট বিতরণ করেন।
সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জানুন, বুঝুন এবং মান্য করুন, নিন্মে অপরাধের ধরন ও শাস্তির বিধান দেওয়া হল-
এসময় জেলা ট্রাফিক পুলিশের সকল ট্রাফিক সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।
আসুন আমরা সবাই আইন মান্য করি। জ্যাম, দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক, মহাসড়ক ও শহর গড়ি।