নিজস্ব প্রতিনিধিঃ এক্সিম ব্যাংক কিশোরগঞ্জ শাখার সৌজন্যে এতিম,গরীব অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা শহরের বড়বাজারস্থ ব্যাংক কাযার্লয়ে মহিনন্দ ভাস্করখিলা মিছবাহুল উলুম কওমী মাদরাসা ও কাশেমুল উলুম জুবায়দা মাদরাসার ২ শতাধিক এতিম ও গরীব শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিম কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল আরেফীন,প্রভাষক আবুল হাশেম, মহিনন্দ ভাস্করখিলা মিছবাহুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল মাও.আশরাফ আলী,শিক্ষক তাজুল ইসলাম,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ ব্যাংকের কর্মকতার্বৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এক্সিম কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল আরেফীন জানান, শরিয়াহ ভিত্তিক এক্মিম ব্যংকের সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও এতিম,গরীব অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ এতিম শিক্ষার্থীদের মধ্যে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।