নিজস্ব প্রতিনিধি : “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর ২০১৯ ইং বৃহস্পতিবার সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আমম্মেদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অ্যাডভোকেট এম এ আফজল, সাধারন সমাপাদক, জেলা আওয়ামীলীগ।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কিশোরগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব গালিব মাহমুদ পাশা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা), কিশোরগঞ্জ; জনাব মোঃ আশরাফুল খালেক আলমগীর , সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কিশোরগঞ্জ; সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক; টেলিটকের প্রতিনিধি, আইটি প্রতিষ্ঠান নেটিজেন আইটি লি: কাইট আইটি, মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ কিশোরগঞ্জের প্রতিনিধিসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীসহ আরও অনেকেই।
পরে জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিগণ রচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগতার পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।