এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় এনা পরিবহনে জুতার ভিতরে বিশেষ কায়দায় রাখা ১৩৫ পিচ ইয়াবাসহ একাব্বর আলী (৪২) কে আটক করে সদর থানা পুলিশ।
জানা যায়, গতকাল রাতে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহন কুড়িগ্রাম ঘোষপাড়া কাউন্টারের সামনে পৌঁছিলে, পুলিশ পরিবহনটি তল্লাশী করে ভুরুঙ্গামারীর একাব্বর আলী (৪২) কে শনাক্ত করে জিজ্ঞাসাবাদে অভিনব কায়দায় জুতার শুকতলীতে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। পরে তাকে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে একাব্বর নামে মাদক ব্যাবসায়ীকে ১৩৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
পরে আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।