শনিবার , ২১ ডিসেম্বর ২০১৯ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

বীরমুক্তিযোদ্ধা ওসমান গনির মানবেতর জীবনযাপন

প্রতিবেদক
aasohan
ডিসেম্বর ২১, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যে চোখ একদিন শত্রুর অস্তিত্ব আর আস্তানা খুঁজে নিখুঁত নিশানায় বন্ধুক চালাতে সাহায্য করতো সেই চোখ আজ অর্থের অভাবে বিনা চিকিৎসায় দৃষ্টি শক্তিহীন। দৃষ্টি শক্তি হারানো মানবেতর জীবন যাপন করা মানুষটি ভূর“ঙ্গামারীর বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি (৭০)। তাঁর স্ত্রীর এক চোখও দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে চিকিৎসা করতে না পারায়। অন্য চোখটিও দৃষ্টি শক্তিহীন হওয়ার উপক্রম।

খোজ নিয়ে জানা যায়, অর্ধাহারে-অনাহারে দিন কাটে মুক্তিযোদ্ধা ওসমান গনির পরিবারের। শুধুমাত্র সম্মানী ভাতায় সংসার চালানো কঠিন হয়ে পরেছে তাঁর পক্ষে। ঔষধ কেনার টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছেন তিনি। তাই আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ সংশি­ষ্ট দপ্তরে আবেদন জানিয়েছে তার পরিবার।

মুক্তিযোদ্ধা ওসমান গনির বাড়ী কুড়িগ্রামের ভূর“ঙ্গামারী উপজেলার চর-ভূর“ঙ্গামারী ইউনিয়নের নতুন হাট এলাকার বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় তিনি ৬নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। তার নাম মুক্তি বই, লাল মুক্তিবার্তা ও জাতীয় তালিকা রয়েছে। তিনি চর-ভূর“ঙ্গামারীর নতুনহাট বাজার জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন এবং এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের প্রাইভেট পড়াতেন। মুক্তিযোদ্ধা ভাতা এবং খতিবের দায়িত্ব পালন ও প্রাইভেট পড়িয়ে যে সামান্য আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চালাতেন। সংসার চললেও স্ত্রী ও তার নিজের উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। এতে তাদের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হতে থাকে। মুক্তিযোদ্ধা ওসমান গনির দু’চোখই এখন দৃষ্টি শক্তিহীন। হুইল চেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না।

দুই ছেলে ও দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে মুক্তিযোদ্ধা ওসমান গনির পরিবার। বড় ছেলে আব্দুল হালিম (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ভারি কাজ করা সামথর্য হারিয়ে ফেলে। ছোট ছেলে আব্দুল হান্নান (৩০) ঢাকায় রিকশা চালায়। ওসমান গনির মেয়ে রাশেদা (২২) স্বামী পরিত্যাক্তা হয়ে এক সন্তান সহ বাবার বাড়িতেই থাকে। তাঁর স্ত্রী হামিদা বেগম (৬০) এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন অন্য চোখটিও দৃষ্টি শক্তিহীন হওয়ার পথে।

মুক্তিযোদ্ধা ওসমান গনি দুঃখ করে বলেন, ‘বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের আকাশে লাল সবুজের উড়ন্ত পতাকা দু-চোখ ভরে দেখতে না পাওয়াটা যে কতটা কষ্টের তা বলে বোঝাতে পারবো না। প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন তিনি যেন আমার ও আমার পরিবারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।’

চর-ভূর“ঙ্গামারী ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা ওসমান গনির চিকিৎসার জন্য বড় ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওসমান গনির সার্বিক অবস্থা সম্পর্কে অবগত আছি। তার বিষয়টি সহানুভূতির সহিত বিবেচনার জন্য সংশি­ষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করছি।’

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

আয়া সোফিয়া উদ্বোধনে পবিত্র কোর’আন তেলাওয়াত করেছেন এরদোগান

দেশে ক’রোনায় মি‌নিটে আক্রান্ত দুজন, প্রতি দুঘণ্টায় মৃ’ত্যু ৩ জনের

হাদিসে আছে কেয়ামতের আগে একটি রোগ সারাবি’শ্বে ছড়িয়ে পড়বে’।

নোয়াখালী সহ সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালিত

সা’ধারণ ছুটি শি’থিল করে প্রধানমন্ত্রী স’ঠিক সিদ্ধান্ত নিয়েছেন: কা’দের।

র’মজানে ১১২ কো’টি ড’লার রে’মিটেন্স আ’য়…..

বুধবার সকাল থেকে মহা’বি’পদ সং’কেত….

স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গণধ’র্ষণ, বাবা ডেকেও শেষ রক্ষা হলো না

তিশার জন্য ঘ’ড় ভে’ঙেছে অ’পূর্বর, যা বললেন তি’শা।

সেভেন আপের বোতলে কীটনাশক, পান করে প্রা’ণ গেল ২ বোনের