এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলে পুলিশ বাহিনী। ২৫ মার্চের কালরাতে প্রথম শহীদদের তালিকায় বাঙ্গালী পুলিশ বাহিনীর গর্বিত সদস্য। পাকহানাদার বাহিনীর প্রথম টার্গেট ছিলো বাঙ্গালী পুলিশের সদস্যরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের উপর ১৫ আগষ্টের কালরাত্রের হামলায় প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী।
আসছে ১৬ ডিসেম্বর ২০১৯ ইং কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্দেশ্যে জেলার শ্রেষ্ঠ সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা ও বীর খেতাবপ্রাপ্তদের আমন্ত্রিত অতিথি করে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিলমারী উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক। এছাড়াও সম্মানিত অতিথিদের তালিকায় আছেন বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে “হামার কুড়িগ্রাম” শ্রেষ্ঠ ফটোগ্রাফি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।