বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্’র মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, আনোয়ার শাহ্’র মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট চিন্তাবিদকে হারালো। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।