নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলাসভাসহ জানুয়ারি মাসের ৮টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটি, শিশু ও নারী নির্যাতন টাস্ক ফোর্স কমিটি, এনজিও সমন্বয় কমিটি, কৃষি ঋণ কমিটি,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিরসভা,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটিরসভা,ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ ৮টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ন আহমেদ কবীর ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এক ফজলুলহকসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাগণসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।