নিজস্ব প্রতিনিধিঃ বৃহষ্পতিবার (০২ জানুয়ারি) ঝালকাঠি জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এ বিদেশগামী কর্মীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক ইনচার্জ মোঃ শাহীন বাদশাহ। সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঝালকাঠি এর অধ্যক্ষ সাদেকা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল বলেন, দেশের প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী তথা বিদেশগামী কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তাদের অনেকেরই যথাযথ প্রশিক্ষণ এবং জ্ঞানের অভাবে রয়েছে। যার ফলে অনেকেই কাঙ্খিত মাত্রায় রেমিটেন্স অর্জনে সক্ষমতা দেখাতে পারছেন না। তিনি বলেন, একজন দক্ষ শ্রমিক একজন অদক্ষ শ্রমিকের তুলনায় বেশী উপার্জন করে থাকেন। এছাড়া অনেকে আছেন যারা বিদেশ গমনের ক্ষেত্রে এবং বিদেশ থাকাকালিন কি কি করনীয় এবং বর্জনীয় সে বিষয়েও সম্যক ধারণা রাখেন না। ফলে নানাবিধ সমস্যার সম্মুখিন হন। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) কর্তৃক আয়োজিত এ ট্রেনিং তাদেরকে এসকল সমস্যা উত্তরণে সহায়তা করবে।