এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।
আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, মুক্তিযোদ্ধাগণ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় সর্বসাধারণ।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কুতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার।