আগামী ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’। ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন হচ্ছে। শিক্ষামন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী ২০১৫ সাল থেকে এই নির্বাচন হচ্ছে। ২০১০ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই আদলে নির্বাচন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারো কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে চলছে স্টুডেন্ট কেবিনেট নিবার্চনী প্রচার প্রচারনা ও গনসংযোগ। এ প্রতিষ্ঠানে ১৩ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, অনন্য সাহা,আলফি আল ফাইয়াত,ফারিয়া ইসলাম,ফারজানা,আতিক হাসান,সাবাতা আলম ফারিসা,সাব্বির হোসেন রনি,ফারিহা জাহান হিমু,আফতাবুল ইসলাম আবির,ইশতিয়াক আহমেদ ইমন,মোঃ আশরাফুল ইসলাম,ইব্রাহিম খলিল,লিয়ন শেখ।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্রের প্রেক্ষিতে এ নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, সহনশীলতা ও মূল্যবোধ তৈরির উদ্দেশেই সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের সিদ্ধান্ত হয়।