খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল অভয়নগরের বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
আজ ২ ফ্রেবুয়ারি ২০২০ তারিখ রোববার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি এসময় ভূমি অফিসের কার্যাদি পর্যালোচনা করেন। ই-নামজারি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন, বাজারের পেরীফেরি নির্ধারণ, খাস জমি সংরক্ষণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, ইত্যাদি বিষয়ের উপর তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এরপর তিনি নওয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং মহাকাল ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি জনসাধারণ যাতে ভূমি অফিসে এসে কোনো ধরণের হয়রানির শিকার না হন সে বিষয়ে সকলকে সতর্ক করে দেন।