ডেক্স নিউজ: কিশোরগঞ্জ জেলার তাড়াইলে তরুণীকে হত্যার দায়ে বাচ্চু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আঃ রহিম এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ মে বিকেলে লাকড়ী শুকানোকে কেন্দ্র করে তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হীমা আক্তারের সাথে একই গ্রামের আঃ রশিদের কন্যা শরুফা ওরফে মারুফা আক্তারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতের কোন এক সময়ে মারুফা আক্তারকে আসামীরা গামছা দিয়ে হাত পা বেঁধে ইরিক্ষেতের ড্রেনে নিয়ে ধারালো কাচি দিয়ে জবাই করে হত্যা করে।
এ ঘটনায় মারুফার পিতা আঃ রশিদ বাদী হয়ে তাড়াইল থানায় পাঁচজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ৩ জনকে আসামী করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আঃ রহিম মামলার আসামী রইছুদ্দিনের ছেলে বাচ্চুকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অপর দু আসামী হীমা আক্তার ও রতনকে বেখসুর খালাস প্রদান করে।