নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জের গাইটালে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিং বিভাগের এ নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মইদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোফাজ্জল মামুন খান। এক্সিম ব্যাংক এজেন্ট ব্যাংকিং গাইটাল আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল আরেফিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি মোহাম্মদ আব্দুল আজিজ, এক্সিম ব্যাংক এজেন্ট ব্যাংকিং গাইটাল আউটলেট শাখার এজেন্ট ম্যানেজার মোঃ ফিরোজ উদ্দিন ভূইয়া প্রমুখ। এ সময় এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকতার্বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহকগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।