নভেল করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহর ও উপজেলাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে সকল প্রবেশ মুখে ঔষধযুক্ত স্প্রে ছিটানো শুরু করেছে। ইতিপূর্বে শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্যে উপজেলা পরিষদের উদ্যোগে বেসিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদিরের নেতৃত্বে সাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা শহরের অলিতে গলিতে এবং সদর উপজেলার প্রবেশ মুখে ঔষধযুক্ত স্প্রে ছিটানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসাউদ, ফায়ার সার্ভিসের ডিএডি মোঃ মোবারক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।