ডেস্ক নিউজঃ কিশোরগঞ্জ সদরের কুট্টাঘর এলাকা থেকে ৭ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১ টি মোটর সাইকেল’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ সদরের কুট্টাঘর এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পেয়ে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১১ মার্চ সন্ধা সাড়েসাতটায় কুট্টাঘর এলাকা হতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী মোঃ শরিফুল আলম(২৫), পিতাঃ মৃত সিরাজুদ্দিন ও মোঃ সুমন মিয়া(৩০), পিতাঃ হাজী রুহুল আমিন(৫৩), উভয়ের ঠিকানা কুট্টাঘর।
আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ১ নং আসামীর পরিহিত লুঙ্গিল ডান কোচ হতে ১(এক)টি সাদা রংয়ের পলিথিনে মোড়ানো ১(এক) পিস ইয়াবা ট্যাবলেট ও ২ নং আসামীর পরিহিত শার্টের সামনের পকেট হতে ১(এক)টি সাদা রংয়ের পলিথিনে মোড়ানো ১(এক) পিস ইয়াবা এবং উক্ত আসামীর ব্যবহৃত মোটর সাইকেলের সীটের কাভারের নীচ হতে ৫(পাঁচ)পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মোটর সাইকেল ব্যবহার করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটর সাইকেল এবং মাদকের আনুমানিক মূল্য ১,২৩,৫০০/-(এক লক্ষ তেইশ হাজার পাঁচশত)টাকা।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।