২০০০ সালে ‘মহব্বতে’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী এবং মডেল কিম শর্মা। তারপর থেকে টুকটাক কিছু কাজকর্ম করেছেন বলিউডে এবং সেই সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করলেও বলিউডে তিনি একপ্রকার হারিয়েই গিয়েছেন।
তবে মডেলিং তিনি এখনো করে চলেছেন আর সেই অঙ্গে বাড়িয়ে চলেছেন সোশ্যাল মিডিয়ায় ফ্যান সংখ্যা। সম্প্রতি সমুদ্র সৈকতে সাদা রঙের বিকিনিতে কিম কে দেখে আরেকবার উচ্ছসিত তাঁর ভক্তরা।
৪০ বছর বয়সী এই অভিনেত্রীর সুন্দর সুঠাম ফিগার দেখে তাকে লেগে গেছে অনেকেরই। কেন? তা জানতে হলে আপনাকেও দেখতে হবে সেই ছবি।
কিম শর্মার আরো ফটো দেখুন এখানে