নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) জেলা সদরের খিলপাড়ায় অবস্থিত উবাই পার্কে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। আলোচক ছিলেন প্রধান নিসচার উপদেষ্টা সাংবাদিক ও লেখক মু.আ.লতিফ, টিআই করিম উল্লাহ প্রমুখ।
নিসচার কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিক কবীরের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি তৌফিক খান। এ সময় উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার এম এ কাইয়ুম আকন্দ ও হাকিম মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, হাজী তৌফিকুল ইসলাম নভেল ও ইমদাদুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক, যুব বিষয়ক সম্পাদক মো. জুয়েলুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক বিউটন কুমার দেব, প্রচার সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, প্রকাশনা সম্পাদক বিজন কান্তিবণিক, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আলী রেজা সুমন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কবির হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এ বি এম হামিদুল হক মুকুল, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক মো. ফুরকান উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ডা. রবী ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অতিথিদেরকে অভিষেক সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা,কার্যকরী কমিটিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।