ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিনকাটা এলাকায় ২১ মার্চ শনিবার বিকালে সার বোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সেলিমের দোকানে ঢুকে পড়ে। এসময় ট্রাকটি একটি রিক্সাকে চাপা দেয়।
এনিয়ে স্হানীয় লোকজনের সাথে ট্রাক চালক ও সারের মালিকের লোকজনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় স্থানীয় স্কুল ছাত্র আরিফ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা জানান,সংঘর্ষে নিহত আরিফ হোসেন ডমুরুয়া ইউনিয়নের হরিনকাটা গ্রামের ব্যাপারী বাড়ির রিক্সা চালক আহছান উল্যার পুত্র এবং স্হানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। তার লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক হয়নি।