করোনা মোকাবিলায় কুয়েতে মেডিক্যাল টীম পাঠাচ্ছে বাংলাদেশ।একই সাথে মালদ্বীপ, ভূটানে খাদ্য, ঔষধ ও মেডিক্যাল সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।
সূত্র:-বাংলা ট্রিবিউন (১৫-০৪-২০)
সম্ভবত বাংলাদেশের মত এমন মানবিক দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
বৈশ্বিক করোনা মহামারীতে দেশে চিকিৎসক, খাদ্য ও মেডিক্যাল ইকুইপমেন্ট স্বয়ংসম্পূর্ন থাকায় বিপন্ন কুয়েত, মালদ্বীপ ও ভূটানের পাশে সাহায্যের হাত বাড়িয়ে মানবতার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীতে মানবতার ক্ষেত্রে নতুন কোন এওয়ার্ড আর খেতাব প্রাপ্তি একেবারেই সুনিশ্চিত বলা চলে।
[]পাশাপাশি কিছু গুজব হতে দেশবাসীকে সতর্ক থাকতেই হবে।
যেমনে:-
•পর্যাপ্ত পিপিই এর অভাবে দেশের চিকিৎসকরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন এবং এর ফলে ইতিমধ্যে ডা:মঈন নামে একজন চিকিৎসক মৃত্যুবরণ করেন।
-এটা একটা গুজব।
•দেশে ১৮ কোটি মানুষের জন্য মাত্র আনুমানিক ৯৫ হাজার রেজিস্ট্রীর্ড চিকিৎসক আছেন।
-এটাও গুজব।
•আমন্ত্রিত ৬লক্ষ প্রবাসীর কোয়ারেন্টাইন নিশ্চিত না করা ও পোশাক শ্রমিকদের ছুটি নিয়ে টালবাহানা করায় দেশের ১৮ কোটি মানুষের জীবন আজ মৃত্যুর মুখোমুখি।
-এগুলি সব গুজব।
•মহামারী প্রতিরোধে ক্রমাগত লক ডাউনে কর্মহীন হয়ে খাদ্য সংকটে অভূক্ত অসহায় মানুষের ঢল। সরকারী ত্রানের চাল গরীব অসহায় মানুষের হাতে পৌঁছার আগেই স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক লুটপাট।
-হ্যাঁ এটাও গুজব।
•প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্তেও স্বাস্হ্য ও আন্ত:মন্ত্রনালয় ভিত্তিক সমন্বয়হীনতায় করোনা সংক্রমন পরিস্থিতি এখন প্রায় আয়ত্বের বাইরে।
-এবং এটাও একটা গুজব।
[]আর সত্যি কথাগুলি হলো ——-
• আমরা আসলেই করোনার চেয়ে শক্তিশালী।
•আমরা আম্রীকার মতো দেশে মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাই দেয়ার মত সয়ংসম্পন্ন।
•আমরা ৩ মাস আগে থেকেই করোনা মোকাবিলায় প্রস্তুত।
•আমাদের সকল চিকিৎসকের মাস্ক আর পিপিই এর দরকার নাই।
•আমাদের পিপিই, টেস্ট কিট আর আইসিইউ বেডের কোন অভাব নেই।
আর তাই চলুন আতংকিত না হয়ে বরং নিশ্চিন্তে আত্মতৃপ্তি নিয়ে ছুটি উপভোগ করি।
ডা:রনক
হেল্থ কলামিস্ট এন্ড অনলাইন এক্টিভিস্ট
১৫-০৪-২০২০
Muchas gracias. ?Como puedo iniciar sesion?