কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সতাল বাজার এলাকা হতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ৫৮৮ লিটার সোয়াবিন তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি’সহ ০৩ (তিন) জন ব্যবসায়ী এবং ০১(এক) জন ডিলারকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২, জেলার সদর থানাধীন সতাল বাজার এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ স্টোরের মালিক মোঃ মাহাতাব উদ্দিন (৪৮), পিতাঃ মৃত আব্দুল করিম, সাং- উলুখলা, থানা-করিমগঞ্জ,তাহের স্টোরের মালিক মোঃ আবু তাহের(৩৮), পিতা- মৃত আব্দুল করিম, থানা-কিশোরগঞ্জ, মাইশা স্টোরের মালিক মোঃ আব্দুল হাকিম(৪৫), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-সতাল তারাপাশা, থানা-কিশোরগঞ্জ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলার মোঃ অলিউল্লাহ(২৮), পিতা-শহিদুল্লাহ, সাং-সতাল কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২, এর একটি আভিযানিক দল নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রয়কৃত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ৫৮৮ (পাঁচশত আটাশি) লিটার সোয়াবিন তেল, ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি ডাল ও ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি চিনি কালোবাজারি করে খুচরা মূলে বিক্রয় এবং মজুদ করার দায়ে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলার মোঃ অলিউল্লাহ এর নিকট হতে উক্ত পণ্য পাইকারি দরে ক্রয় করে খুচরা মুল্যে বিক্রয় করার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।