জাতির এই ক্লান্তিলগ্নে সরকার, প্রতিষ্ঠান, দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস আক্রান্তে লক ডাউন সারা দেশ। সেজন্য কর্মহীন হয়ে পড়েছে নিম্নবিত্ত অনেক পরিবার।
শুক্রবার( ৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর পক্ষ হতে কিশোরগঞ্জ সদর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে করোনা ভাইরাস জনিত কারনে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের হাতে ক্ষুদ্র প্রচেষ্টায় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মামুন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক, উবায়দুর রহমান শাকিল, প্রকাশনা সম্পাদক মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) ও পরিবার কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।
করোনা ভাইরাসের কারণে নিম্নবিত্ত পরিবার কর্মহীন হয়ে পড়ছে। আমরা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করছি এবং সেটা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।