এজি লাভলু, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য এবং দৈনিক সকালের সময় পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাবেক ছাত্রনেতা মো: একরামুল হক বুলবুল-এর উদ্যোগে নাগেশ্বরীতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঘরজেয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ২শ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, সাবান, আলু ও মাস্ক বিতরণ করেন।
এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, বাড়ির বাইরে বের না হওয়া, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করার আহ্বান করেন তিনি।