করোনা পরিস্থিতির কারণে দিশেহারা হয়ে পড়েছে হাওড়সহ পাকা ধান নিয়ে সকল এলাকার কৃষকরা। পাকা ধান ঘরে তুলতে পারছেন না শ্রমিকের অভাবে। কৃষি শ্রমিক সংকটে নিরুপায় হয়ে পড়েছে অসহায় কৃষকেরা। এমন পরিস্থিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কৃষকের ধান কাটায় এগিয়ে এসেছে।
জানা যায়,২৫ এপ্রিল শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজি গ্ৰামে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্নার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে অসহায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে মারাই করে ঘরে পৌঁছে দেওয়ায় অসহায় কৃষকেরা খুশিতে মেতে উঠেছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির দিক নির্দেশ ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র পরামর্শে এ কাজ করে যাচ্ছে উক্ত কর্মিরা।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না বলেন, কিশোরগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ডঃ সৈয়দা জাকিয়া নূর লিপি নির্দেশনায় ও কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’ ভাইয়ের পরামর্শে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাঅল্লাহ।