এজি লাভলু, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ ফেরত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কিছু এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ১৪ এপ্রিল রাত ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাছুমা আরেফিন এ ঘোষণা দেন।
ইউএনও জানান, গত রাতে মৌখিকভাবে ওই ইউনিয়নের কিছু এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল এ সংক্রান্ত লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামের যুবক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওই ওয়ার্ড পুরোটাই লকডাউন থাকবে। এছাড়াও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজোয়াটারি গ্রাম, ৫নং ওয়ার্ডের মধ্যকাশিপুর ও গংগাহাট বাজার এবং ৯নং ওয়ার্ডের শ্যামপুর অংশ লকডাউনের আওতায় থাকবে।
তিনি আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত যুবককে মঙ্গলবার রাতেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। আর বাড়ির বাকি সদস্যদের লক ডাউনে রাখা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করবে।
প্রসঙ্গত, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নারায়নগঞ্জ ফেরত এক যুবক জ্বরে আক্রান্ত হলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) তার পরীক্ষার ফল পজেটিভ আসে। এরই প্রেক্ষিতে উল্লেখিত এলাকাগুলো লকডাউন ঘোষণা করে প্রশাসন।