কিশোরগঞ্জে সদরে বড় বাজারের মঠখোলা স্টোরকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব পাশা।
এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটুসহ আইন শৃঙ্খলা বাহিনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব পাশা বলেন, ক্রয়কৃত পণ্যের মূল্য রশিদ দেখাতে না পারায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (ঞ) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।