জা’তীয় ঐ’ক্যফ্রন্টের শী’র্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, করোনা ভা’ইরাস সং’ক্রমণ বৃ’দ্ধিরমধ্যেই সাধারণ ছুটি প্রত্যাহার করে ৩১ মে থেকে অফিস ও গণপরিবহন চালু করা মোটেও সঠিক সি’দ্ধান্ত হয়নি। এইসি’দ্ধান্তে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়বে।
শুক্রবার (২৯ মে) তি’নি গ’ণমাধ্যমকে বলেন, শুরুতে তোদেশে ক’রোনাভা’ইরাসকে কোনো গু’রুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়াহল।
সেটাও ঠি’কমত পালিত হয়নি। এ’খন যদি স’বকিছু খুলে দেয়া হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে।ক’রোনাপরীক্ষা বাড়ানোর তাগিদ দিযে তিনি বলেন, সারাদেশে ক’রোনা প’রীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদিআরও করা যেত, তাহলে আ’ক্রান্তের হার আরও বেড়ে যেত।
উ’ল্লেখ্য ক’রোনা ঠে’কাতে চলমান সাধারণ ছুটি আর নাবাড়ানোর সি’দ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারিপ্রতিষ্ঠানগু’লো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে।
এ স’ময়ে সী’মিত পরিসরে গ’ণপরিবহনও চলবে।শর্তসা’পেক্ষে সী’মিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নি’শ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌ’যান,রেল চলাচল করতে পারবে। অর্ধেক টিকি’ট বিক্রি করে ট্রেন চলাচল চালু করা হবে। বি’মান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বি’ষয় বিবেচনা করবে।