রাজ’বাড়ীর বা’লিয়াকান্দিতে অ’ষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৪) তুলে নিয়ে ধ’র্ষণের অভিযোগ উটেছে। বুধবার এ ব্যাপারে থানায় তিনজনের বি’রুদ্ধে মা’মলা দা’য়ের করা হয়েছে।
বা’লিয়াকান্দি থা’নার এ’স,আই আসাদুজ্জামান রিপন বলেন, মঙ্গলবার বিকেলে কালুখালী উপজে’লার মৃগী এলাকায় বাবার বাড়ি থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী নানাবাড়ি বালিয়াকান্দি উপজে’লার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামা’রা এলাকায় যাচ্ছিলেন।
প’থিমধ্যে তা’কে জো’রপূর্বক ভ্যান যোগে তিনজন তুলে নিয়ে যান।সাধারণ ছুটি আর বাড়ছে না৩১ মে’র পর সাধারণ ছুটি আর বাড়ছে না। বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তি’নি ব’লেন, আম’রা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি।দেশে করো’না প্রাদুর্ভাবের কারণে গত ২৬ শে মা’র্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০শে মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।
তি’নি আ’রও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে।মা’র্চ মাসের শুরুতে দেশে করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী প্রথম ধ’রা পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মা’র্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে।
স’র্বশেষ ঘো’ষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।যদিও করো’নাভাই’রাস সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে তারপরেও সাধারণ ছুটি আর না বড়ানোর সিদ্ধান্ত আসছে সরকারের পক্ষ থেকে।