পা’বনার চা’টমোহর উপজে’লায় ক’রোনা স’ন্দেহে ছেলেরা ফে’লে যাওয়ার পর মা’রা যাওয়া সেই বাবা ক’রোনা নয়, ডায়াবেটিস ও অ্যাজমায় আ’ক্রান্ত ছিলেন। চট্টগ্রামের মাঝিরহাট থেকে বস্তায় ভরে রফিক মুসুল্লী (৫০) নামে ওই ব্যক্তিকে চাটমোহরের গ্রামের বাড়িতে ফে’লে রেখে চলে যায় তার দুই ছেলে।
ম’ঙ্গলবার (২৬ মে) ভো’রে এ ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তি মা’রা যান। এরপর বিকেল ৩টার দিকে গ্রামবাসী জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করে।এদিকে বাবার প্রতি ছেলেদের এমন অমানবিক আচরণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষো’ভের সৃষ্টি হয়েছে।
জা’না গে’ছে, উপজে’লার ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামের রফিক মুসুল্লী (৫০) চট্টগ্রামে তার দুই ছেলে রাসেল মুসুল্লী ও জাহিদ মুসুল্লীর কাছে থাকতেন। ঈদের দিন রফিক মুসুল্লী অ’সুস্থ হয়ে পড়েন। এরপর তার দুই ছেলে তাকে বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফে’লে রেখে চলে যান।
এ’র কি’ছুক্ষণ প’রই তার মৃ’ত্যু হয়।উপজে’লার ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, অ’সুস্থতার কারণে রফিকের মৃ’ত্যু হয়েছে। তিনি ক’রোনায় আ’ক্রান্ত ছিলেন না। তারপরও ছেলেরা যে অমানবিক কাজটি করেছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বি’ষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষো’ভের সৃষ্টি হয়েছে।