দে’শের বা’জারে আবারও বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৭৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।
বৃ’হস্পতিবার (২৮ মে) এ’ক সং’বাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জা’নানো হয়। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভ’রি স্ব’র্ণের সর্বো’চ্চ দাম হবে ৬৪ হাজার ১৩০ টাকা।
বি’জ্ঞপ্তিতে জা’নানো হয়, এখন থে’কে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্ব’র্ণের দাম ৫ হাজার ৫০০ টাকা। ২১ ক্যারেটের দাম হবে গ্রাম প্রতি পাঁচ হাজার তিনশো টাকা।
এ’কই ভাবে ১৮ ক্যা’রেটের দা’ম চার হাজার ৮৭০ এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম হবে তিন হাজার ৭৭৫ টাকা।