আগামী ৫ দিন ধ’রে চলবে প্রবল ঝ’ড়-বৃষ্টি। এমনটাই জা’নিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে তৈরী হয়েছে শ’ক্তিশালী নি’ম্নচা’প। আগামী ৫ দিন ধ’রে চলবে প্রবল ঝ’ড়-বৃষ্টি। এ’মনটাই জা’নিয়েছে মৌসম ভবন।
বঙ্গোপসাগরে তৈ’রী হয়েছে শ’ক্তিশালী নি’ম্নচা’প।যার জে’রেই এই ঝ-বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব দিকে ব্যা’পক হাওয়া প্রবেশ করছে। এই হাওয়া প্রবেশ করার ফলে ট্রপোস্ফিয়ার স্তরে ঝ’ড়-বৃষ্টি শুরু হতে পারে।এছাড়া গ’ভীর নি’ম্নচা’প তৈরী হয়েছে বঙ্গোপসাগরে।
তার সাথে আ’বার উত্তর-পূর্ব ভারতের দক্ষিনা হাওয়া। এই দুইয়ের জে’রে অসম ও মেঘালয়ের বিভিন্ন জায়’গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত হতে পারে।এদিকে ফের রা’জ্যে ঝ’ড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার স’ন্ধ্যের পর বাং’লার একাধিক জে’লাতে হতে পারে ব’জ্রবিদ্যুৎ স’হ ঝ’ড়-বৃষ্টি। এদিকে রাজ্যে এই সপ্তাহে হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।