রে’শন কার্ড দেবার কথা বলে এক ভিখারির কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বি’রুদ্ধে। বরগুনার সদর উপজে’লার এম. বালিয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তার বাবা ঘুষ নিয়েও রেশন কার্ড দেননি বলে অভিযোগ।
উ’রবুনিয়া গ্রামের নিঃস’ন্তান বিধবা কহিনুর বেগম (৬০) মঙ্গলবার বিকালে বরগুনা শহরে এসে কা’ন্নাজ’ড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, ২০ বছর যাবৎ ভিক্ষা করে নিজের খাবার জোগাড় করছি।বাড়ীতে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছি।
ক’রোনার কারণে কেউ ভিক্ষা দিতে চাচ্ছে না। কহিনুর বেগম বলেন, ‘স্যার হুনছি প্রধানমন্ত্রী গরীবরে রেশন কার্ড দেবে। রেশন কার্ডে চাউল আর খাবার পামু। মেম্বারের বাড়ী গেলে মেম্বার শামীম গাজী ও তার বাবা কাদের গাজী রেশন কার্ডের জন্য ২ হাজার টাকা লাগবে কয়।
দু’দিন পর ঘরে রাখা ভিক্ষার চাউল বিক্রি করে মেম্বারের হাতে তার বাবার সামনে ২ হাজার টাকা দেই। এহন আর মেম্বাররে বাড়ী পাইনা। এহন হুনি রেশন কার্ডের জন্য স্যার টাকা লাগে না। আমার টাহাও গেল, চাউলও গেল, গরীব মানুষ এহন খামুকি স্যার। ‘