ক’রোনা প’রিস্থিতির মধ্যেই আগামীকাল রবিবার ১০ মে থেকে সারাদেশে মার্কেট খোলার কথা থাকলেও উখিয়ার সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
কো’র্ট বা’জার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর নেতারা একথা জানিয়েছেন।শনিবার (৯ মে) দুপুর ২ টায় কোর্ট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সভাপতি আবু ছিদ্দিক সওদাগরের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উ’খিয়ার ব্য’বসায়ীদের শীর্ষ সংগঠন কোর্ট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবু ছিদ্দিক সওদাগর জানান, করোনা প্রেক্ষাপটে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো বন্ধ থাকবে। আগামীকাল ১০ মে থেকে ৩০মে পর্যন্ত কোটবাজারের কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে না বলে তিনি উল্লেখ্য করেন।ছিদ্দিক সওদাগর বলেন, জনসাধারণ ও ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আ’মরা ই’তিমধ্যে উখিয়া বাজার, মরিচা বাজার, সোনারপাড়া স্টেশনের ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করেছি উনারাও আমাদের সিদ্ধান্ত সাথে একাত্মতা পোষণ করেছেন।ছিদ্দিক সওদাগর বলেন, জনসাধারণ ও ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে উখিয়া বাজার, মরিচা বাজার, সোনারপাড়া স্টেশনের ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করেছি উনারাও আমাদের সিদ্ধান্ত সাথে একাত্মতা পোষণ করেছেন।
এ’দিকে, ব’র্তমান প্রেক্ষাপটে দোকান না খোলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী।