গ’তকাল শনিবার স্ব’রা’ষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স’চিবালয় কার্যালয়ে তার সভাপতিত্বে কারখানার মালিক,স’রকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈ’ঠকে তিন পক্ষের প্রতিনিধিরা ঈদের আগে বোনাস হিসেবে মূল বেতনের ৫০ শতাংশের বি’ষয়ে একমত হন।তবে মূল বেতনের বাকি ৫০ শতাংশ পরে বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানান শ্র’মিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক চায়না রহমান।আমরা শ্রম আইন অনুযায়ী বোনাসের দাবি জানিয়েছিলাম।
সে অ’নুযায়ী, উত্সব বোনাস এক মাসের মূল বেতনের সমান।’তিনি আরও জানান, ত্রিপাক্ষিক বৈঠকে এক মাসের মূল বেতনের সমান বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থ প্রদান করা হবে দুই দফায়।তবে যারা পুরো বোনাস দিতে পারবেন, তারা পুরোটাই দেবেন।
আ’র যারা একসঙ্গে পুরোটা দিতে না পারবেন, তারা অর্ধেকটা দেবে। বাকি অর্ধেক আগামী ছয় মাসে সমন্বয় করে পরিশোধ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছ।