ভা’লবাসেন দু’জনকেই। তাই কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না। কী আর করার? একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক। অবশ্য প্রেমিকের এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।
ভা’ইস মিডিয়া’র রিপোর্ট থেকে জানা গেছে, কোনও বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন ওই ব্যক্তি। বিবাহবাসর বসেছিল ইন্দোনেশিয়ার কালিমন্তনের এয়ারতরপে। দুই স্ত্রীকে ভালমতো দেখভাল করার প্রতিশ্রুতিও দিয়ে তিনি।প্রসঙ্গত, বহুগামিতা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়। দেশের আইন মেনেই একসঙ্গে ৪জন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ।
ত’বে সকলকে ভালমতো দেখভাল করতে পারলেই কোন সমস্যা নেই।