খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ নন্দনপুর এলাকায় মুফতিআমির হামজাকে প্রধান অতিথি রেখে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মুফতি আমির হামজা প্র’ভাবশালী ২জন এমপি কে কেন্দ্র করে কিছু কথা বলায়,মাহফিল কর্তৃপক্ষ তাকে মাহফিল সংক্ষিপ্ত করার পরামর্শ দেন, আমির হামজা বলেন আমাকে কেন দাওয়াত দিয়েছেন?
জ’বাবে তিনি বলেন, ‘যদি হকের কথা না বলতে পারি, যদি এদেশে ইমান নিয়ে টিকে থাকা না যায়, তাহলে আমাদের মে’রে ফেলেন।’ এই কথা বলে তিনি মাহফিল সংক্ষিপ্ত করে মোনাজাত করে চলে যায়।কিন্তু এ সময় বিক্ষিপ্ত শ্রোতা আমির হামজার স্টেজ ছেড়ে চলে যাওয়ার কারণে মাহফিল কমিটির উর জু’তা নি’ক্ষেপ করে। এবং স্লো’গানে উ’ত্তপ্ত হয়ে যায় মাহফিল প্রাঙ্গন।
ঘ’টনাটি ঘটেছে গত ৩ মার্চ মঙ্গলবার। তবে কে বা কারা এই কাজের সাথে জড়িত বা কে বা কারা এই কাজকে উ’স্কে দিয়েছেন তা এখনো পাওয়া যায়নি তবে রূপসা থানা প্রশাসন এ বিষয়টিকে খতিয়ে দেখছেন।
এ’দিকে মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শিদী, খুলনা জেলা প্রশাসক জনাব হেলাল উদ্দিন,খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।