মা’ধ্যমিক স্কুল সা’র্টিফিকেট (এসএসসি) ও স’মমান প’রীক্ষার ফ’লাফল আ’গামী ৩১ মে প্রকাশিত হবে।
বৃ’হস্পতিবার (২১ মে) শি’ক্ষা ম’ন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওইদিন সকাল ১০টায় প্র’ধানম’ন্ত্রী গ’ণভবন থেকে ভিডিও ক’নফা’রেন্সের মা’ধ্যমে এ বছরের এসএসসি ও স’মমানের প’রীক্ষার ফ’লাফল ও প’রিসংখ্যান প্র’কাশ ক’রবেন।
বৃ’হস্পতিবার প্র’ধানম’ন্ত্রীর কা’র্যালয় থেকে পাঠানো এক প’ত্রের মা’ধ্যমে ফল প্রকাশের এই তারিখ ও সময় নি’শ্চিত করা হয়েছে বলে বি’জ্ঞপ্তিতে জা’নানো হয়েছে।
এবার এসএসসি-সমমান প’রীক্ষা ১ ফে’ব্রুয়ারি শুরু হ’ওয়ার কথা থাকলেও স’রস্বতী পূ’জা ও ঢা’কার দুই সি’টির নি’র্বাচনের কারণে পিছিয়ে ৩ ফে’ব্রুয়ারি অ’নুষ্ঠিত হয়।
২৭ ফে’ব্রুয়ারি পর্যন্ত চলে ত’ত্ত্বীয় পরীক্ষা।
আর ২৯ ফে’ব্রুয়ারি শুরু হয়ে ৫ মা’র্চ শেষ হয় ব্য’বহারিক পরীক্ষা।
এ প’রীক্ষায় সা’রাদেশে ১০টি বো’র্ডের অ’ধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ প’রীক্ষার্থী প’রীক্ষায় অং’শ নেয়।