ক’রোনাভা’ইরাসে নিয়ে উদ্বেগে মানুষ। অনেকের মনে আতঙ্ক। অনেকেই এর প্রতিষেধকের খোঁজে অনলাইনে ঘাঁটাঘাঁটি করেন। এ সুযোগটাই নিতে ওত পেতে রয়েছে সাইবার দুর্বৃত্তরা। ইসরায়েলভিত্তিক সাইবার গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চের গবেষকেরা বলেন, গত দুই সপ্তাহে সাইবার দুর্বৃত্তরা হামলা বাড়িয়েছে। বিশ্বজুড়ে ৪ লাখের বেশি এ ধরনের হামলা শনাক্ত হয়েছে।গবেষকেরা বলেন, সাইবার দুর্বৃত্তরা হামলা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও জাতিসংঘের (ইউএন) ছদ্মবেশে।
এ ধ’রনের সংস্থার কর্মকর্তার পরিচয়ে প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে অনলা্ইন বিভিন্ন যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেয় তারা। দুর্বৃত্তরা এখন মাইক্রোসফট টিম ও গুগল মিট ব্যবহার করে বেশির ভাগ হামলা চালাচ্ছে।
সা’ইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, বর্তমান সময়ে যেসব সাইবার হামলা ঘটছে, এর বেশির ভাগ ছদ্মবেশে বোকা বানিয়ে ঘটছে বলে তাঁরা দেখতে পেয়েছেন।