ক’রোনাভা’ইরাসেের কারণে স্থগিত হয়ে যাওয়া স্প্যানিশ লা লিগা পূনরায় শুরু করতে জো’র প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
আ’গেই সকরারের গ্রিন সিগন্যাল পেয়ে লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোকে জানিয়েছে ফুটবলারদের অনুশীলন শুরু করানোর কথা।
ত’বে এ ক্ষেত্রে মেনে চলতে হবে ক’ঠোর স্বাস্থ্যবিধি।
অ’নুশীলন শুরুর আগে প্রতিটি ক্লাবের প্রতিটি ফুটবলার এবং কোচিং স্টাফদের ক’রোনা টেস্ট বা’ধ্যতামূলক।
সে হি’সেবে বুধবার ট্রেনিং শুরুর আগে ক’রোনা টেস্ট করে এলেন মেসি-সুয়ারেজসহ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।
সে’খানেই দেখা গেলো মাস্ক পরে, হাতে গ্লাভস লাগিয়ে টেস্ট করতে এলেন লিওনেল মেসি, আন্তোনিও গ্রিজম্যান, ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেলরা।
২ মা’স ফু’টবল থেকে দুরে থাকার পর আবারও কর্মচাঞ্চল্য বাড়ছে স্প্যানিশ লা লিগার ক্লাবগুলোতে।