বাং’লাদেশের কা’ছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া।
প্রা’ণঘা’তী ক’রোনা রোগের চিকিৎসায় ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে দেশটি।
র’বিবার প’ররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
এ’তে বলা হয়, স’ম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমনেকে এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাশেমউদ্দিন তুন হোসাইন এ ট্যাবলেট রপ্তানির ওপর নি’ষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
দে’শের বা’ইরে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ।
মূ’লত এই ট্যাবলেট রপ্তানির ওপর নি’ষেধাজ্ঞা রয়েছে।
বা’র্তায় জা’নানো হয়, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।
এ বি’ষয়ে মা’লয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এ’ছাড়া মা’লয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলয়ায় বাংলাদেশের সঙ্গে কাজ করার ওপর গুরত্ব দেন।
বা’র্তায় আ’রও জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ধন্যবাদ জানান।