বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা তখন কলেজে পড়ছিলেন। পরিচালক জুটি রাধিকা রাও ও বিনয় সাপরু একদিন তাঁকে কলেজের বাইরে দেখতে পেয়ে ‘কাঁটা লাগা’র মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। আর এতে সাফল্য পাওয়ার পর শোবিজে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন শেফালী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের জন্য ‘কাঁটা লাগা’-কে কৃতিত্ব দেন শেফালী। সেই সঙ্গে জানান, তাঁর বাবা এই গানে কাজ করার ব্যাপারে কোনোভাবেই রাজি ছিলেন না।
আমি কলেজে ছিলাম। শিক্ষাবিদ-পরিবার থেকে এসেছি আমি, তাই বাবা-মা আমাকে বলেছিলেন পড়াশোনায় মনোযোগ দিতে। কিন্তু আমি এটি করতে চাচ্ছিলাম, কেননা এর জন্য আমাকে অর্থ দেওয়া হবে। ওই গানের জন্য আমি সাত হাজার রুপি পেয়েছিলাম এবং আমি নিজেকে টেলিভিশনে দেখতে চেয়েছিলাম,’ বলেন শেফালী। টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে