কিশোরগঞ্জ ইটনা উপজেলা জয়সিদ্ধি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল হাই সিদ্দিকীর বড় ছেলে হুমায়ুন কবির সিদ্দিকী (৫৪) করোনা আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(২১ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে মৃত্যুবরণ করেন।
শুক্রবার(২২ মে) রাত পৌনে দুইটার সময় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ হুমায়ুন কবির সিদ্দিকী’র মরদেহ গোসল, কাফন, জানাজা ও দাফনের কাজ ঐতিহাসিক পাগলা মসজিদের গোরস্থানে সম্পন্ন করেন।
উল্লেখ্য, নিহতের নিকটাত্মীয় সূত্রে জানা যায়, হুমায়ুন সিদ্দিকী (৫৫) তার ক্যান্সার আক্রান্ত ছোট ভাই শোয়েব সিদ্দিকী (৪৯) এর চিকিৎসার জন্য ঢাকায় মহাখালী ক্যান্সার হাসপাতালে গিয়েছিলেন।
সেখানে করোনা সন্দেহে গত ১০ মে দুই ভাইয়ের কোভিড ১৯ এর নমুনা দেয়া হয়। পরদিন ১১ মে কোভিড ১৯ এর রিপোর্ট প্রাপ্ত হলে তাদের দু’ভাইয়েরই পজেটিভ আসে।
রিপোর্ট পাওয়া মাত্রই ১১ মে বিকেলে তারা ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
আর তখন থেকেই এ দুই সহোদর সেখানে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাক্রান্ত হুমায়ূন কবির সিদ্দিকী উচ্চ মাত্রার ডায়াবেটিস ও প্রেসারেও ভুগছিলেন। যার ফলে তার অবস্থার দ্রুত অবণতি ঘটে। চিকিৎসকগণ অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
দাফন কাফনের সময় তার নিকট আত্মীয় বলতে মৃতের ভাগ্নি জামাই রাসেল মিয়াকে ঐতিহাসিক পাগলা মসজিদ চত্বরে দেখা যায়। তিনি বলেন, তার বাড়ি থেকে কেউ আসতে পারেনি।