স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসক কাযার্লয়ের প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ২০০ জন ইমাম ও মুয়াজ্জিন এ খাদ্য সহায়তা পেয়েছেন।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, ভূমি সংস্কার বোর্ডের সচিব মো: আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান, সারাদেশে করোনার প্রভাবে সাধারণ মানুষের পাশাপাশি দীর্ঘদিন মসজিদ, মাদ্রাসা বন্ধ থাকায় ইমাম ও মোয়াজ্জিনরাও কষ্টে দিন যাপন করছেন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় ২০০ জন ইমাম ও মোয়াজ্জিনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ২০০ জন ইমাম ও মোয়াজ্জিনের প্রত্যেককে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ১ টি, সাবান ১ টি করে ত্রাণসামগ্রী দেয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।