কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এক অভিযানে ২০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
গত মঙ্গলবার রাত ৯ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটকৃত মোঃ আঃ মোতালিব (৪৫) করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর এলাকার মৃত কুবেদ আলীর পুত্র।
কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, মঙ্গলবার রাতে তারা কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।