শফিকুল ইসলাম নাঈমঃ সারা বিশ্ব আজ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সরকার এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে অঘোষিত লকডাউন চলমান থাকায় কর্মহীন অবস্থায় ঘরে খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন হত দ্ররিদ্র ও নিম্ম মধ্য আয়ের মানুষ।
দেশের এই ক্লান্তিলগ্নে থেমে নেই নতুন প্রজন্মের তরুন তরুনীরাও, সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বড়িয়ে দিয়েছে গরিব দুঃখীদের মাঝে।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস, ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এসসি-২০১৫ ব্যাচের উদ্যোগে হত দ্ররিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) গুরুদয়াল সরকারী কলেজের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৮৩ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, তেল, সাবান, সেমাই ও নগদ অর্থ বিতরন করা হয়।
এই সময় তারা গরীব দুঃখী ও অসহায়দের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।