কু’মিল্লা লা’লমাইয়ের সেই বৃ’দ্ধ বর সামছুল হককে আ’দালতের মাধ্যমে কা’রাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে প্র’তারণার মাধ্যমে অন্যের নাম, সিল, কাবিন ব্যবহার করে বৃ’দ্ধ রিকশাচালক ও কি’শোরীর বিয়ে পড়ানোর অভিযোগে গোলাম সারওয়ার মজুমদার নামে একজন নিকাহ রেজিস্টারকে (কাজী) গ্রে’প্তার করেছে কুমিল্লার লালমাই থানা পুলিশ।
শু’ক্রবার তাকে কুমিল্লা কোতয়ালি থানা এলাকা থেকে আ’টক করা হয়।পুলিশ ও ভি’কটিমের পরিবার সূত্রে জানা যায়, লালমাই উপজে’লার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের ইমাম হোসেন ঢাকায় চাকরি করায় গ্রামে বসবাস করা তার পরিবারের দেখাশুনা করতেন পেরুল দীঘিরপাড়ার রিকশাচালক সামছুল হক।ইমাম হোসেনের ২য় মেয়ে (১৩) স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী।
সা’মছুল হ’ক নিজের রিকশায় তাকে নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন। একপর্যায়ে সামছুল হক স্কুলছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন। গত ১০ মে সামছুল হক ৫২ বছরের ছোট কি’শোরীকে নিয়ে উধাও হয়ে যান। এ নিয়ে স্থানীয়দের প্র’তিবাদের প্রেক্ষিতে ১১ মে পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমারফত সামছুল হক ও কি’শোরীকে ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান। ওই সময় সামছুল হক কি’শোরীর প্রাথমিক শিক্ষা সনদ, জন্ম নিবন্ধন সনদ ও বিয়ের একটি কাবিননামা উপস্থাপন করেন।লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বৃ’দ্ধ সামছল হককে আ’দালতের নির্দেশে কা’রাগারে প্রেরণ করা হয়েছে।
আ’দালত ভি’কটিমের জবানব’ন্দি গ্রহণ করেছেন। প্র’তারণার মাধ্যমে অন্যের নাম, সিল, কাবিন ব্যবহার করে কাবিন সৃষ্টির অভিযোগে গোলাম সারোয়ার মজুমদার নামে একজনকে গ্রে’প্তার করেছি। তাকে নিয়ে অন্যদের গ্রে’প্তারে অ’ভিযান অব্যাহত রয়েছে।