রবিবার , ১৭ মে ২০২০ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

গ’রীবের টাকা নেয়া ৮ লাখ মো’বাইল নাম্বার বা’তিল।

প্রতিবেদক
aasohan
মে ১৭, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ

৫০ লাখ প’রিবারকে ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নিয়ে ব্যাপক দু’র্নীতি ও অনিয়ম হচ্ছে। এ টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং একাউন্টে যাওয়ার কারণে ক্ষমতাশালী ব্যক্তিরা একই ফোন নাম্বার ৩০/৪০ বার করে দিয়ে গরিবের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ কারণে তালিকায় থাকা ৮ লাখ মোবাইল নাম্বার বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাত নটায় এ ঘোষণা দেয়া হয়।জানা গেছে, তালিকায় একাধিকবার থাকায় এই আট লাখ মোবাইল নম্বর বাতিল করা হয়েছে। তথ্যটি জানিয়েছেন দু’র্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, তালিকা সংশোধন করা হচ্ছে।যারা টাকা পান নি তাদের ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।

এ মা’সের ১৪ তারিখ দেশে প্রথমবারের মতো ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে অর্থ সহায়তা দেয়া শুরু করে স’রকার। নগদ অর্থ সহায়তা দেয়া শুরুর দিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর বের হতে থাকে একাধিক নামে ব্যবহার হচ্ছে একই মোবাইল নম্বর।এতে যাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে তারা তা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়।

আ’র অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের জনপ্রতিনিধিদের দিকে। বি’ষয়টি দৃষ্টি এড়ায়নি স’রকারেরও।

ত্রা’ণ প্রতিমন্ত্রী জানান, একাধিক বার ব্যবহার হয়েছে এমন ৮ লাখ নম্বর ইতিমধ্যেই শনাক্ত হয়েছে।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত