এান ও দূর্যোগ মন্ত্রণালয়ে সহযোগিতায়, করনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসচ্ছল পরিবারকে ফেসবুক গ্রুপ “গোল্ডেন কিশোরগঞ্জ” র মাধ্যমে ১৫৫ টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (২৩ মে) দুপুর দুই ঘটিকায় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী’র নির্দেশনায় প্রধানমন্ত্রী’র ঈদ উপহার ফেসবুক গ্রুপ “গোল্ডেন কিশোরগঞ্জ”র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মলাই’র প্রচেষ্টায় সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা ১৫৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা’র কিশোরগঞ্জ এর চেয়ারম্যান, গোল্ডেন কিশোরগঞ্জ সহ-সভাপতি মানছুরা জামান নূতন, জাতীয় মহিলা সংস্থা’র কিশোরগঞ্জ এর সদস্য সালমা হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
গোল্ডেন কিশোরগঞ্জ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মলাই বলেন, গোল্ডেন কিশোরগঞ্জ পরিবার সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।