কু’মিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর চাচার সে’পটিক ট্যাঙ্ক থেকে ভাতিজা জিয়াউল হকের (৩০) ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে।শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের বস্তাব’ন্দি ম’রদেহ উ’দ্ধার করা হয়। উপজে’লার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামে এ হ’ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গে’ছে, হ’ত্যাকাণ্ডে জ’ড়িত স’ন্দেহে চাচী মুরশিদাকে (২৫) আ’টক করলেও চাচা বাছির প’লাতক রয়েছেন।চাচীর সঙ্গে প’রকীয়ার সূত্র ধরে হ’ত্যাকাণ্ডের ঘ’টনা ঘটেছে বলে জানা গেছে।নাঙ্গলকোট থানার অফিসার ই’নচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ম’রদেহ উ’দ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ ম’য়নাত’দন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক জি’জ্ঞাসাবাদে নি’হতের চাচী মোর্শেদা হ’ত্যার কথা স্বীকার করেছে। নি’হতের পরিবার মা’মলা দা’য়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।